বাজিস-১১ : ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচি শুরু

179

বাজিস-১১
ঠাকুরগাঁও-টিকাদান
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ছাগলের পিপিআর টিকাদান কর্মসূচি শুরু
ঠাকুরগাঁও, ২১ অক্টোবর ২০২০ (বাসস): জেলায় সদর উপজেলায় প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে আজ থেকে বিনামূল্যে ছাগলের পিপিআর টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
আজ বুধবার বিকালে সদর উপজেলার নারগুন ইউনিয়নের নারগুন উচ্চ বিদ্যালয়ে টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় শতাধিক ছাগলের বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হয়।
সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সুত্র জানায়, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় কর্তৃক পিপিআর ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ২১টি ইউনিয়নে বিনামূল্যে ছাগলের পিপিআর টিকা প্রদান কর্মসূচি আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ভিত্তিক চলবে এবং আগামী ২৭ অক্টোবর থেকে পৌর এলাকায় এ কর্মসূচি শুরু হবে।
বাসস/সংবাদদাতা/২২০৫/এমকে