বাজিস-১০ : হবিগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা

167

বাজিস-১০
হবিগঞ্জ- মতবিনিময় সভা
হবিগঞ্জে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মতবিনিময় সভা
হবিগঞ্জ, ২১ অক্টোবর ২০২০ (বাসস): জেলায় আজ নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশগ্রহণে সুশীল সমাজের সাথে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও ব্র্যাক যৌথভাবে সভার আয়োজন করে।
আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশফিকা হোসেন।
মূল বক্তব্য উপস্থাপন করেন নুরুজ্জামান। আলোচনায় অংশ নেন- জেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা হা¯œা হেনা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল নাছির প্রমুখ।
সভায় নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধে পারিবারিক শিক্ষা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষার উপর জোর দেয়া হয়। এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহবান জানানো হয়।
বাসস/সংবাদদাতা/২২০০/এমকে