বাজিস-৯ : বগুড়ায় অধিক বেশি দামে আলু বিক্রি করায় ২২ হাজার টাকা জরিমানা

155

বাজিস-৯
বগুড়া- জরিমানা
বগুড়ায় অধিক বেশি দামে আলু বিক্রি করায় ২২ হাজার টাকা জরিমানা
বগুড়া, ২১ অক্টোবর ২০২০ (বাসস): জেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে আলু বিক্রি করার দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট বাইশহাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্থানীয় পাইকারি রাজাবাজার এবং খুচরা ফতেহ আলী বাজার, বকশীবাজারও কলোনী বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা ফিরোজ ও মো. তাসনিমুজ্জামান এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচলনা করেন।
অভিযানকালে কৃষি বিপনন আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২১২৫/এমকে