বাজিস-৭ : নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে দুইশিশুর মৃত্যু

178

বাজিস-৭
নোয়াখালী- মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে দুইশিশুর মৃত্যু
নোয়াখালী, ২১ অক্টোবর ২০২০ (বাসস): জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বর গ্রামে আজ পুকুরঘাটে খেলতে গিয়ে পানিতে ডুবে সুইটি বেগম স্মৃতি (৪) ও ফারজানা বেগম (৫) নামে দুইশিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে গ্রামে বেলাল হোসেনের বাড়ির পুকুরের ঘাটে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- বেলাল হোসেনের কন্যা সুইটি বেগম স্মৃতি (৪) এবং ওই গ্রামের গিয়াসউদ্দিনের কন্যা ফারজানা বেগম (৫)।
চর জব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার তরিকুল ইসলাম জানান, পশ্চিম চর জব্বর গ্রামে বেলাল হোসেনের বাড়ির পুকুরঘাটে তার মেয়ে এবং প্রতিবেশি গিয়াস উদ্দিনের মেয়ে প্রতিদিনের মতো খেলছিল। এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। পরে ওই পুকুর থেকে প্রথমে শিশু ফারজানা এবং পরে আরেক শিশু স্মৃতিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুকুরের পানিতে ডুবে দুইশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে দুই শিশুর মরদেহ তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১১৫/এমকে