বাসস বিদেশ-৭ : অস্ট্রিয়ায় তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে

153

বাসস বিদেশ-৭
তাপপ্রবাহ-অস্ট্রিয়া
অস্ট্রিয়ায় তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে
ভিয়েনা, ৫ আগস্ট, ২০১৮ (বাসস ডেস্ক) : অস্ট্রিয়ায় চলমান তাপপ্রবাহ আরো বেড়ে আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে শনিবার জানিয়েছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ (ইউবিআইএমইট)। খবর সিনহুয়া’র।
প্রায় দশ দিন আগে থেকে শুরু হওয়া তাপমাত্রার ব্যাপ্তি ছিল সাধারণত ৩০ ডিগ্রির মাঝামাঝি পর্যন্ত। মঙ্গলবার দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল ইনসব্রুক এ ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
ইউবিআইএমইটি জানায়, তাপমাত্রা আরো বাড়তে পারে এবং আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রী হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী সপ্তাহের শেষ দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ঠান্ডা আবহাওয়া এবং পূর্বাঞ্চলে বিদ্যমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
বাসস/এসই/১৪৩৫/জুনা