তালেবান হামলায় কমপক্ষে ২৫ আফগান নিরাপত্তা কর্মী নিহত

268

কুন্দুজ (আফগানিস্তান), ২১ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলে তালেবান হামলায় কমপক্ষে ২৫ আফগান নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। খবর এএফপি’র।
তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হেজরি এএফপি’কে বলেন, ‘সেখানে এখনো যুদ্ধ চলছে। এতে তালেবানের পক্ষেরও অনেকে হতাহত হয়েছে।’
তাখার প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক আব্দুল কায়উম জানিয়েছেন, এ হামলায় প্রদেশের উপ-পুলিশ প্রধানসহ নিরাপত্তা বাহিনীর ৩৪ কর্মী নিহত হয়েছে।
হেজরি বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা জেলায় একটি অভিযানে যাওয়ার সময় তালেবান হামলার শিকার হয়েছে।’
তিনি বলেন, ‘তালেবান সদস্যরা এলাকার বিভিন্ন বাড়িতে অবস্থান নিয়ে সেখানে একটি অভিযানে নিয়োজিত আমাদের বাহিনীর ওপর হামলা চালায়।’
এ হামলার ব্যাপারে এখন পর্যন্ত তালেবানের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।