বাসস ক্রীড়া-৯ : ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছেন এলগার

104

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-এলগার
ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছেন এলগার
ডারবান, ২১ অক্টোবর ২০২০ (বাসস) : ক্রিকেট মাঠে ফিরতে মুখিয়ে আছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগার। করোনার কারনে গেল সাত মাস ধরে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট বন্ধ। তবে চার দিনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দিয়ে প্রায় সাত মাস পর প্রতিযোগীতামূলক ক্রিকেট ফিরছে দক্ষিণ আফ্রিকায়। এই আসর দিয়ে ক্রিকেট ফিরতে মুখিয়ে আছেন এলগার।
ঘরোয়া টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটে ফেরার ব্যাপার নিয়ে এলগার বলেন, ‘আমরা সকলেই ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছি। এই টুর্নামেন্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সকল ক্রিকেটার, কোচিং স্টাফরা এখন শুধুই ক্রিকেট নিয়ে ভাবছে। শেষ কয়েক মাসে অনেক পরিশ্রম করেছি। ক্রিকেটকে মাঠে ফেরাতেই সকলেই অনেক চেষ্টা করেছে।’
জাতীয় দলের হয়ে খেলার আগে এই লিগটি উপভোগ করতে চান এলগার। তিনি বলেন, ‘আগামী ২ নভেম্বর থেকে আমরা মাঠে ফিরবো। এতে কোনো সন্দেহ নেই সবাই খুব উৎসাহ নিয়েই খেলতে নামবে। আমরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছি মাঠে ফিরবো।’
বাসস/এএমটি/১৭৫০/স্বব