বাসস ক্রীড়া-৭ : ইউরোপা লিগের দল আলকমারের ১৩ জন করোনা পজিটিভ

118

বাসস ক্রীড়া-৭
ফুটবল-করোনা
ইউরোপা লিগের দল আলকমারের ১৩ জন করোনা পজিটিভ
প্যারিস, ২১ অক্টোবর ২০২০ (বাসস) : ডাচ ক্লাব এজেড আলকমারের বৃহস্পতিবার ইউরোপা লিগে নাপোলির বিপক্ষে ম্যাচ খেলতে ইতালিতে যাবার কথা ছিল। কিন্তু গতকাল দলের নতুন আটজনের দেহে করোনার সংক্রমন ধরা পড়েছে বলে ক্লাব সূত্র নিশ্চিত করেছে। এনিয়ে সব মিলিয়ে ১৩ জনের দেহে কোভিডের অস্তিত্ব ধরা পড়লো বলে ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে এজেড খুব সতর্কতার সাথে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলেছে। পজিটিভ হওয়া বেশীরভাগ খেলোয়াড়ের দেহে কোন ধরনের উপস্বর্গ নেই। উয়েফার নির্দেশমতে এখনো ম্যাচটির সূচী নির্ধারিত আছে। তবে স্থানীয় আয়োজক কমিটি থেকে কোন বাঁধা না আসলে ম্যাচ আয়োজনে কোন সমস্যা নেই। ১৩ জনকে বাদ দিয়ে শক্তিশালী ১৭ জনের দল নিয়েই ইতালি সফরে যাবে এজেড।’
গত শুক্রবার দলের চারজন করোনা পজিটিভ হওয়া সত্বেও ডাচ লিগে ভিভিভি ভেনলোর বিপক্ষে এজেড’র ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।
বাসস/নীহা/১৫৩৫/স্বব