বাজিস-৩ : যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নূরজাহান ইসলাম নীরা জয়ী

153

বাজিস-৩
যশোর-নূরজাহান বিজয়ী
যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে নূরজাহান ইসলাম নীরা জয়ী
যশোর, ২১ অক্টোবর, ২০২০ (বাসস)- যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিপুল ভোটে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নূরজাহান ইসলাম নীরা জয়ী হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সদর উপজেলার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবির বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরজাহান ইসলাম নীরা পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১৯ ভোট। একমাত্র প্রতিদ্ব্ন্দ্বীবী বিএনপি মনোনীত প্রাার্থী নূর উন নবী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৩৯৪ ভোট। ২লাখ ৬৩ হাজার ৬২৫ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। তিনি আরো জানান, সদর উপজেলার ১৭৫টি কেন্দ্রে মোট ভোটার পাঁচ লাখ ৬০ হাজার ৫২৪ জন। নির্বাচনে প্রদত্ত ২ লাখ ৯০ হাজার ১শ’ ৯৪ ভোটের মধ্যে বাতিল হয়েছে ১ হাজার ৭শ’ ৮১ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৫১.৭৭।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে ১৭৫ জন প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ১৩ জন পোলিং অফিসার নিয়োজিত ছিলেন। নির্বাচনী এলাকায় দুইজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। ১৫শ’ পুলিশ সদস্য, ৬ প্লাটুন বিজিবি মোতায়েন ছিলো। ১৮টি মোবাইল টিম ও ৬টি স্ট্রাইকিং ফোর্সের টিম নির্বাচনের মাঠে সার্বক্ষণিক কাজ করেছে। যশোর সদর উপজেলার তৎকালীন চেয়ারম্যান শাহীন চাকলাদার পদত্যাগ করে কেশবপুর সংসদীয় উপ-নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। যার কারণে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য হয়।
বাসস/সংবাদদাতা/১০২৫/নূসী