বাজিস-২ : ভাদসা ইউপি ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে

156

বাজিস-২
জয়পুরহাট-ভাদসা ইউপি ভবন
ভাদসা ইউপি ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে
জয়পুরহাট, ২১ অক্টোবর, ২০২০ (বাসস) : এক কোটির অধিক টাকা ব্যয় সাপেক্ষে সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।
সদর উপজেলা প্রকৌশল বিভাগ ভাদসা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ ( ইউসিসিপি-২) প্রকল্পের আওতায় এক কোটি ৬ লাখ ৪৪ হাজার ৪৯৭ টাকা ব্যয়ে ওই প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত বছর ৩০ মে নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের ৩০ মে নির্মাণ কাজের শেষ সময়সীমা থাকলেও ভূমি অধিগ্রহণে জটিলতা থাকায় কাজ শুরু করতে দেরি হয়েছে বলে জানান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। ২৬ শতাংশ জমির উপর অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ইউনিয়ন পরিষদ ভবনের জমি সংক্রান্ত জটিলতা নিরসনে নিজে ১০ শতাংশ জমি দান করেছেন বলে জানান, ইউপি চেয়ারম্যান সারোয়ার হোসেন স্বাধীন। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে ওই ভবনের নির্মাণ কাজ শেষ বলে আশা প্রকাশ করেছেন সদর উপজেলা প্রকৌশলী মো: আব্দুর রউফ। দীর্ঘ ৪৫ বছর পর নতুন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন পেতে যাচ্ছে ভাদসা ইউনিয়ন বাসী। ভবনের নির্মাণ কাজ শেষ হলে ইউনিয়নের সাধারণ লোকজন উন্নত পরিবেশে সেবা পাবে মন্তব্য করেন ইউনিয়ন চেয়ারম্যান সারোয়ার হোসেন স্বাধীন।
বাসস/সংবাদদাতা/০৯৫০/নূসী