মুশফিকের উপদেশে অনুপ্রাণিত শুক্কুর

440

ঢাকা, ২০ অক্টোবর ২০২০ (বাসস) : সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের কাছ থেকে গুরুত্বপূর্ণ উপদেশ পেয়ে অনুপ্রাণিত ব্যাটসম্যান ইরফান শুক্কুর। তাই নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি।
চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ ম্যাচে ব্যাট দারুন পারফরমেন্স করেছেন শুক্কুর। আজ তিনি বলেন, ‘মুশফিক ভাই বলেছেন নিজেদের সেরাটা দেখাতে।’
তিনি আরও বলেন, ‘আমি তার কথাগুলো শুনতে চেষ্টা করছি। উনি কথা কম কথা বললেও তা অনুপ্রেরণার কথা বলেন। তিনি বলেছেন, বৈশিষ্ট্য ও মাঠের ভেতরের আচরণ যাতে একই রাখি। সেটিই আমি চালিয়ে যেতে চাচ্ছি।’
তারই ব্যাচ মেট সৌম্য সরকার পাঁচ বছর ধরে জাতীয় দলে খেলছেন। কিন্তু নিজেকে প্রমান করতে পারেননি তিনি। তবে বিসিবি প্রেসিডেন্ট কাপের মাধ্যমে নিজেকে ফিরে পেয়েছেন এবং এখান থেকে নতুন করে শুরু করতে চান।
তিনি বলেন, ‘দলের জন্য কার্যকরী কিছু করতে চাই। আমি সাধারণত টপ-অর্ডারে ব্যাটিং করি, এখানে যখন সাতে সুযোগ পেয়েছি। আমার লক্ষ্য হচ্ছে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জন্য কার্যকরী কিছু করতে পারি।’
শুক্কুরের কাছে এবারের টুর্নামেন্টটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টটি আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি দু’বছর ভালো অবস্থায় ছিলাম না। এর আগে আমি তিন বছর হাই পারফরমেন্স ক্যাম্পে ছিলাম। তবে এই টুর্নামেন্টে দলের প্রয়োজনে আমি খেলতে চাই।’
মুশফিক ছাড়াও তামিম ইকবাল ও অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের সাথে কথা বলেছে শুক্কুর। তাকে কঠোর পরিশ্রমে উপদেশ দিয়েছেন তারা। এখন এটিই করতে চাইছেন শুক্কুর।
তিনি বলেন, ‘সিনিয়ররা আমাকে কঠোর পরিশ্রম, ইতিবাচক ও ফিটনেসের ব্যাপারে সজাগ থাকতে বলেছেন। আমি মনে করি, প্রতিযোগিতামূলক ক্রিকেটে সকলেই তাই করে। তারা দীর্ঘদিন ধরে জাতীয় দলকে প্রতিনিধত্ব করছে। তাই তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করে ভালো লাগছে।’