বাসস দেশ-৩৪ : প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি : জি. এম. কাদের

115

বাসস দেশ-৩৪
জাপা-পেশাজীবী- মতবিনিময়
প্রতিটি নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি : জি. এম. কাদের
ঢাকা, ২০ অক্টোবর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি. এম. কাদের এমপি বলেছেন, নির্বাচন হচ্ছে জাতীয় পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের মাধ্যমে তৃণমুল মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব। তাই প্রতিটি নির্বাচনে অংশ গ্রহণ করবে জাতীয় পার্টি।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে কক্সবাজার জেলা পেশাজীবী সমাজ’র নেত্ববৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আসিফ শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
জি.এম.কাদের বলেন, নির্বাচন নিয়ে মানুষের মাঝে নানামত রয়েছে। একদিকে নির্বাচন কমিশন বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ তা বিশ^াস করতে চায়না। তাই, নির্বাচনকে বিশ^াসযোগ্য করতে নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, জাতীয় পার্টির শাসনামলে আইনের শাসন ছিলো, সুশাসন ছিলো সমাজের সর্বত্র। তাই সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টি অত্যন্ত গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি। নির্বাচনকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মিদের প্রতি আহ্বান জানান তিনি।
বাসস/সবি/এমএআর/১৮৪৫/এএএ