বাসস ক্রীড়া-৪ : প্রিমিয়ার লিগে নতুন আটটি পজিটিভি কেস সনাক্ত

90

বাসস ক্রীড়া-৪
ফুটবল-করোনা
প্রিমিয়ার লিগে নতুন আটটি পজিটিভি কেস সনাক্ত
লন্ডন, ২০ অক্টোবর ২০২০ (বাসস) : সম্প্রতি কোভিড-১৯ পরীক্ষায় নতুন করে আটটি কেস ধরা পড়েছে বলে প্রিমিয়ার লিগ সূত্র নিশ্চিত করেছে। গত সপ্তাহে সব ক্লাবের খেলোয়াড় ও স্টাফদের মধ্যে এই পরীক্ষা পরিচালনা করা হয়।
লিগ সূত্র জানিয়েছে যাদের দেহে করোনা সনাক্ত হয়েছে তাদের ইতোমধ্যেই ১০ দিনের আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে। এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ জানিয়েছে, ‘গত ১২ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সর্বমোট ১৫৭৫ জন খেলোয়াড় ও ক্লাব স্টাফের মধ্যে এই কোভিড-১৯ পরীক্ষা পরিচালিত হয়। এর মধ্যে আটটি নতুন কেস সনাক্ত হয়েছে।’
গত ১২ সেপ্টেম্বর নতুন মৌসুম শুরু হবার পর সাত রাউন্ড পরীক্ষা শেষে সব মিলিয়ে ৪২ জনের দেহে করোনার অস্তিত্ব ধরা পড়েছে।
বাসস/নীহা/১৫২৫/স্বব