বাসস দেশ-২ : চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে ৭৬ জন আক্রান্ত

123

বাসস দেশ-২
চট্টগ্রাম-করোনা-সংক্রমণ
চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন করে ৭৬ জন আক্রান্ত
চট্টগ্রাম, ২০ অক্টোবর, ২০২০ (বাসস) : চট্টগ্রামে নতুন করে ৭৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। সংক্রমণ হার ৮ দশমিক ২৩ শতাংশ। করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি।
সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার চট্টগ্রামের আটটি এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এ জেলার ৯২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৫৯ জনসহ মোট ৭৬ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। ফলে এ পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২৭৭ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, এদিন সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে। এখানে ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ৮ জন করোনাক্রান্ত হিসেবে চিহ্নিত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২০৭ জনের নমুনায় ২৫ জন জীবাণুবাহক শনাক্ত হন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৩টি নমুনার মধ্যে ১৫টিতে ভাইরাসের অস্তিত্ব মিলে। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫১ জনের নমুনা পরীক্ষা করলে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। বিশেষায়িত কোভিড চিকৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩টি নমুনা পরীক্ষা হয়। তিনটি নমুনাই পজিটিভ শনাক্ত হয়।
নগরীর বেসরকারি তিন ল্যাবের মধ্যে শেভরনে ৬৯, ইম্পেরিয়াল হাসপাতালে ৬৩ এবং মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা হয়। ইম্পেরিয়ালে ১১ জনের করোনাভাইরাস থাকার প্রমাণ মেলে। অপর দু’টিতে ৩ জন করে পজিটিভ চিহ্নিত হন।
এদিন চট্টগ্রামের ৬৯ জনের নমুনা পাঠানো হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। এতে ২ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হন।
বাসস/জিই/কেএস/কেসি/১২০০/-আসাচৌ