দাউদকান্দি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে

349

কুমিল্লা (দক্ষিণ), ২০ অক্টোবর, ২০২০ (বাসস) : জেলার দাউদকান্দি উপজেলা পরিষদের ভোটগ্রহণ আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৯টায় ইলিয়টগঞ্জ রাবি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়। নারী পুরুষ আলাদা আলাদা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। মোবারকপুর গ্রামের ভোটার লাইলী আক্তার বাসসকে বলেন, সকাল সকাল ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে কেন্দ্রে কোন ঝক্কি ঝামেলা নেই বলে জানান। লক্ষীপুর গ্রামের পুরুষ ভোটার মকবুল হোসেন বাসসকে বলেন, পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। আশা রাখি কোন ঝামেলা ছাড়াই ভোট দিতে পারবো।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে বর্তমান চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন নৌকা প্রতীক ও বিএনপির ধানের শীষ প্রতীকে সাইফুল আলম ভূঁইয়া নির্বাচন করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার প্রজাপতি প্রতীক ও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন ফরিদা ইয়াসমিন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোটের ৪ জন প্রার্থী। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ এসডু (চশমা প্রতীক), বিল্লালুর রশিদ দোলন (টিয়া পাখি), তারিকুল ইসলাম (তালা) এবং ধানের শীষে রুহুল আমিন। উপজেলা নির্বাচন কমিশনের হিসেব মতে এ উপজেলায় মোট ভোটার আছে দুই লক্ষ ৭৩ হাজার ৫০১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং নারী ভোটার আছেন ১ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন।