বাজিস-১ : কুমিল্লা কাস্টমস অফিসে আড়াই মাসে রাজস্ব আদায় বেড়েছে

221

বাজিস-১
কুমিল্লা-রাজস্ব আদায়
কুমিল্লা কাস্টমস অফিসে আড়াই মাসে রাজস্ব আদায় বেড়েছে
কুমিল্লা (দক্ষিণ), ২০ অক্টোবর, ২০২০, (বাসস) : মাঠ পর্যায়ের কাজে কর্মীদের উদ্ধুদ্ধকরণ, প্রশিক্ষণ, পরিশ্রম ও করদাতাদের কাউন্সেলিংয়ের কারণে গত আড়াই মাসে কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট অফিসে রাজস্ব আদায় বেড়েছে। গত অর্থবছরের তুলনায় এ বছরের স্বল্প সময়ে অভিযান ও মামলা সংখ্যা বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায় বাড়ছে।
কুমিল্লার কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী আজ মঙ্গলবার সকালে বাসসকে জানান, চলতি বছরের ১৫ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আড়াই মাসে কুমিল্লা অফিসের উদ্যোগে ১ হাজার ৯২ টি মামলা ও অভিযান হয়। এ খাত থেকে সরকার ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বকেয়া আদায় করে। অপরদিকে গত অর্থবছরের ১২ মাসে ৭২টি ইটভাটায় অভিযান করে ৩৯টি নিস্পত্তি হয়।
কাস্টমস অফিস সূত্রে জানা গেছে, এ অর্থবছরের আড়াই মাসে ২৫ কোটি ৯০ লাখ ৪৮ হাজার ৯৪৪ টাকার অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে রাজস্ব আদায় হয়েছে ৯ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৬৪৭ টাকা। সম্ভাব্য আয় ১৬ কোটি ৪৪ লাখ ৪০ হাজার ২৯৭ টাকা।
বাসস/সংবাদদাতা/১০০৮/নূসী