বাসস দেশ-৪০ : দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে : জি.এম. কাদের

180

বাসস দেশ-৪০
কাদের-জাপা-মতবিনিময়
দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে : জি.এম. কাদের
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২০ (বাসস) : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। জনগণ চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করুক।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জি.এম. কাদের আরো বলেন, বিএনপি চরম নেতৃত্ব সংকটে ভুগছে। বিএনপি নেতা-কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। দেশের মানুষও বিএনপিকে নিয়ে হতাশ হয়ে পড়েছে। এমন বাস্তবতায় জাতীয় পার্টি হচ্ছে জনগণের আস্থার একমাত্র সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। তিনি জাতীয় পার্টির শাসনামলে উন্নয়ণের বিভিন্ন চিত্র তুলে ধরে বলেন, জাতীয় পার্টি জনগণের কল্যাণে রাজনীতি করে।
মতবিনিমিয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান, বক্তব্য রাখেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ও সহসাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ শান্ত।
বাসস/সবি/এমএআর/২২৩৩/আরজি