বাসস দেশ-৩৯ : সিপিবি নেতা বারীণ দত্তের মৃত্যুবার্ষিকী কাল

212

বাসস দেশ-৩৯
বারীণ দত্ত-মৃত্যুবার্ষিকী
সিপিবি নেতা বারীণ দত্তের মৃত্যুবার্ষিকী কাল
ঢাকা , ১৯ অক্টোবর, ২০২০ (বাসস) : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সাধারণ সম্পাদক কমরেড বারীণ দত্তের ২৭তম মৃত্যুবার্ষিকী আগামীকাল। তিনি ১৯৯৩ সালে এইদিনে ৮২ বছর বয়সে ঢাকায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার পুরানা পল্টনস্থ মুক্তিভবনে বারীণ দত্তের স্মরণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলে তিনি আব্দুস সালাম নাম নিয়ে রাজনীতি করেন। পরে তিনি রাজনীতিতে এই নামেই পরিচিত ছিলেন।
বারীণ দত্ত ১৯১১ সালে ২০ ডিসেম্বর হবিগঞ্জের লাখাইয়ে জন্মগ্রহণ করেন। জাতীয়তাবাদী সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পার্টির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কংগ্রেসে তিনি সম্পাদকম-লীর সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৩৩ সালে প্রথম কারাবরণ করেন। ব্রিটিশ ও পাকিস্তান আমলে সবমিলিয়ে তিনি এক দশকের বেশি সময় কারাগারে কাটান।
বাসস/সবি/কেসি/ ২২২০/-এমএন