বাসস দেশ-৩১ : রাজধানীতে হিযবুত তাহরীর এক সদস্য গ্রেফতার

100

বাসস দেশ-৩১
জঙ্গি-গ্রেফতার
রাজধানীতে হিযবুত তাহরীর এক সদস্য গ্রেফতার
ঢাকা, ১৯ অক্টোবর, ২০২০ (বাসস) : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ (সিটিটিসি) ইউনিট।
রোববার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানার কালভার্ট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃতের নাম সাদ মোহাম্মদ কামরান (৩০)।
এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মেমোরি কার্ড, একটি ল্যাপটপ, একটি হার্ডডিস্ক,মাইক্রো এসডি কার্ড, খিলাফত সংক্রান্ত বইসহ বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কামরান রাজধানীর একটি স্কুলে শিক্ষকতা করতেন।
পুলিশের কাউন্টার টেরোরিজম সিটিটিসি সূত্র জানায়, অনলাইন প্লাটফর্মে খিলাফত রাষ্ট্রের নীতিসমূহ বাস্তবায়নের জন্য প্রধান সংগঠক হিসেবে কামরান একটি সম্মেলনের আয়োজন করে। যার শিরোনাম ছিল ‘পুজিবাদী ব্যবস্থা, সীমাহীন দুর্নীতি ও লকডাউনের ফলে ধ্বংসের দ্বারপ্রান্তে অর্থনীতি নেতৃত্বশীল অর্থনীতি প্রতিষ্ঠায় খিলাফত রাষ্ঠের নীতিসমূহ’।
এতে আরও বলা হয়, তিনি রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অংশ হিসেবে একটি গোপন সেল প্রতিষ্ঠা করে। যার উদ্দেশ্য ছিল তথাকথিত ইসলামী খিলাফত প্রতিষ্ঠার জন্য হিযবুত তাহরীর পক্ষে বিভিন্ন উগ্রবাদী বক্তব্য ও অনলাইন সম্মেলনের লিংক প্রচার করা।
তার বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
বাসস/সবি/এফএইচ/২১৫২/-কেকে