বাসস দেশ-৪২ : জাতীয় প্রেসক্লাবের সদ্য প্রয়াত ১৮ জন সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

301

বাসস দেশ-৪২
স্মরণ সভা- প্রেসক্লাব
জাতীয় প্রেসক্লাবের সদ্য প্রয়াত ১৮ জন সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২০ (বাসস) : করোনাকালে জাতীয় প্রেসক্লাবের সদ্য প্রয়াত ১৮ জন সাংবাদিকদের স্মরণে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় প্রেসক্লাবের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত সদস্যদের স্মরণে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের প্রয়াত ১৮ জন সাংবাদিক হলেন, ডিপি বড়ূয়া (দেবপ্রিয় বড়ূয়া), রাহাত খান, নুরুদ্দিন ভুইয়া, ফেরদৌস আহমেদ কৌরশী, আবু জাফর পান্না, ফজলুন নাজিমা খানম, কবি মুশাররাফ করিম, কাজী মো.শামসুল হুদা, কবি মাশুক চৌধুরী, আবদুল্লাহ এম হাসান, রওশন উজ জামান, ফারুক কাজী, আহসান হামিদ, খোন্দকার মোজাম্মেল হক, খোন্দকার মুহিতুল ইসলাম, রাশীদ উন নবী, আবদুস শহীদ ও আসলাম রহমান।
আলোচনা সভায় প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার সোপান নির্মাণে প্রয়াত সাংবাদিকরা সবাই ছিলেন পথিকৃৎ। পেশাদারিত্ব বজায় রেখে তাদের অনেকেই কর্মময় জীবনকে অমরত্ব দিয়েছেন। আমাদেরকে তাদের দেখানো পথ অনুসরণ করতে হবে।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে স্মরণ সভায় প্রয়াত সাংবাদিকদের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহসভাপতি আজিজুল ইসলাম ভুইয়া, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ,বিএফইউজে’র মহাসচিব শাবান মাহমুদ, প্রয়াত সাংবাদিকদের পরিবারের সদস্যদের পক্ষে খোন্দকার মুহিতুল ইসলামের স্ত্রী সাহিদা ইসলাম, রাহাত খানের সহধর্মিণী অর্পণা সেন , ফারুক কাজীর কন্যা আর্শি কাজী প্রমুখ।
করোনা মহামারির কারণে এবার প্রয়াত সাংবাদিকদের স্মরণে উৎসব-অনুষ্ঠান বাদ দিয়ে ব্যাতিক্রমী এই স্মরণ সভার আয়োজন করা হয়েছে।
বাসস/ এমএআর/২৩২৫/স্বব