বাসস ক্রীড়া-১৩ : সিনিয়রদের কাছ থেকে শিখতে চান শরিফুল

113

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-শরিফুল
সিনিয়রদের কাছ থেকে শিখতে চান শরিফুল
ঢাকা, ১৮ অক্টোবর ২০২০ (বাসস) : বিসিবি প্রেসিডেন্টস কাপের মাধ্যমে জাতীয় দলের খেলোয়াড়দের সাথে একই ড্রেসিংরুম ভাগ করে নেয়ার সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য পেসার শরিফুল ইসলাম। এ সুযোগে সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শিখে, নিজেকে আরও সমৃদ্ধ করতে চান তিনি।
আজ শরিফুল বলেন, ‘সিনিয়রদের সাথে ড্রেসিংরুম ভাগ করাটা শেখার জন্য দারুন একটি সুযোগ। আমি এখান থেকে অনেক কিছু শিখে, নিজের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে চাই।’
বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে খেলছেন শরিফুল। এখন পর্যন্ত আশানুরূপ ফলই করেছেন তিনি। টুর্নামেন্টে নাজমুল একাদশের বিপক্ষে ৩৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ভবিষ্যত প্রতিভা হিসেবে নিজেকে তুলে ধরেছেন শরিফুল। এমন পারফমেন্সে ম্যাচ সেরাও হয়েছেন তিনি। তামিম একাদশে মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন ও অন্যান্য বোলারদের সাথে নিজেকে প্রমানের সুযোগ পেয়েছেন শরিফুল।
ঐ ম্যাচে মুস্তাফিজ ১৫ রানে ৩ উইকেট নেন। তবে দলের জয়ে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক-থ্রু এনে দেন শরিফুল।
সিনিয়র খেলোয়াদের প্রশংসা করে শরিফুল বলেন, তারা সবসময় তাকে সাহায্য করছে।
তিনি বলেন, ‘আমার কাছে সিনিয়র খেলোয়াড়দের দারুন লেগেছে। আমি সব সময় তাদের কাছে প্রশ্ন নিয়ে গেছি এবং তারা খুব ধৈর্য্য নিয়ে আমাকে প্রশ্নের উত্তর দিয়েছে। আমার প্রশ্নগুলো তাদের সমস্যা করে না। বরং তারা আমাকে সব সময় সহায়তা করতে প্রস্তুত।’
শরিফুল আরও বলেন, ‘তামিম ভাই আমাকে সব সময়ই সাহায্য করেছেন। তিনি সব সময়ই আমার সাথে কথা বলেছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন। বোলিংএর সময়, আমাকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন এবং ব্যাটসম্যানের মানসিক অবস্থার বুঝতে সহায়তা করেছেন। মাঠের বাইরেও, তিনি আমার খোঁজখবর রাখেন। আমি এমন মানুষগুলোর কাছে খুবই কৃতজ্ঞ।’
একই সাথে, তার বোলিংএর দক্ষতা বাড়ানোর জন্য সিনিয়র বোলার মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন বিভিন্ন পরামর্শ দিয়েছেন বলে জানান শরিফুল।
তিনি বলেন, ‘আমি পেসার হবার কারনে, মুস্তাফিজ-সাইফুদ্দিনের সাথে ড্রেসিংরুম ভাগ করে নেয়াটা অনেক বেশি সহায়ক হয়েছে। মুস্তাফিজ ভাই-সাইফুদ্দিন ভাই আমাকে বোলিংএ অনেক পরামর্শ দিচ্ছেন। তারা আমাকে অনেক অনুপ্রেরণাও দিচ্ছেন।’
বাসস/এএমটি/২০৪৭/স্বব