শেখ রাসেল অন-লাইন এয়ার রাইফেল টুর্নামেন্টে বাকীর ব্রোঞ্জ জয়

384

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৬তম জন্মদিনে ‘শেখ রাসেল অন-লাইন এয়ার রাইফেল টুর্নামেন্টে’ ব্রোঞ্জ পদক জয় করেছেন আব্দুল্লাহেল বাকি। বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন আয়োজিত ৬০ রাউন্ডের এ প্রতিযোগিতার পুরুষ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন স্বাগতিক বাংলাদেশের বাকী। জাপানের নাওয়া ওকাদা ৬৩০-৯ স্কোর করে স্বর্ণ এবং ভারতের শাহু তুষার মানে ৬২৩.৮ েেস্কার করে রৌপৗ জেতেন। বাকীর সংগ্রহ ৬১৭.৩। অন্যদিকে মহিলা বিভাগে বাংলাদশের সৈয়দা আতকিয়া হাসান ৬১৬-৪ স্কোর করে পঞ্চম হয়েছেন। মহিলা বিভাগে ভারতের এলাভেনিল মালারিভান স্বর্ণ, জাপানের শিওরিহিরাটা রৌপ্য এবং ইন্দেনেশিয়ার বিদ্যা রাফিকা রহমাতান তৈয়বা ব্রোঞ্জ পদক লাভ করেন।
আজ সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আতাউল হাাকিম সারোয়ার হাসান। বিজয়ীদের যথাক্রমে এক হাজর, সাতশত ও পাচশত ডলার করে প্রাইজমানি প্রদান করা হয়। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত, ভুটান, ইন্দোনেশিয়া, পাকিস্তন ও কোরিয়ার দু’জনের জুটি( একজন পুরুষ ও একজন নারী) শুটার টুর্নামেনেন্ট অংশ নেয়।
এ সময় মহাসচিব ইন্তিখাবুল হামিদ অপুসহ ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।