বাসস ক্রীড়া-১১ : এবার আর জিম্বাবুয়েকে অর্থ দিবে না পাকিস্তান

125

বাসস ক্রীড়া-১১
ক্রিকেট-পাকিস্তান
এবার আর জিম্বাবুয়েকে অর্থ দিবে না পাকিস্তান
করাচি, ১৮ অক্টোবর ২০২০ (বাসস) : এ সপ্তাহেই পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তবে এবার আর জিম্বাবুয়েকে কোন অর্থ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০১৫ ও ২০১৮ সালেও পাকিস্তান সফর করেছিলো জিম্বাবুয়ে। ঐ দু’টি সফরের জন্য জিম্বাবুয়ে দলকে টাকা দিয়েছিলো পিসিবি। কিন্তু এবার আর সেটি করছে না পিসিবি। এমনটাই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহি ওয়াসিম খান।
পাকিস্তানের সংবাদ মাধ্যমকে ওয়াসিম বলেন, ‘এবারের পাকিস্তান সফরের জন্য জিম্বাবুয়েকে কোন টাকা দেয়া হবে না। ২০১৫ এবং ২০১৮ সালের সফরে জিম্বাবুয়েকে টাকা দেয়া হয়েছিলো। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে সেটি করা হয়েছিলো। কিন্তু এবার তা করা হচ্ছে না। কারন পাকিস্তানে সফরে আগ্রহী তারা।’
২০১৫ সালে জিম্বাবুয়ের প্রতিটি খেলোয়াড়কে পিসিবি ১২,৫০০ মার্কিন ডলার করে দিয়েছিল বলে গুঞ্জন আছে। আর ২০১৭ সালে বিশ্ব একাদশের প্রত্যক খেলোয়াড়কে ১ লাখ ইউএস ডলার করে দেয়া হয়েছিলো। আর ২০১৮ সালে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ দলকে আড়াই লাখ ডলার দিয়েছিল পিসিবি।
ওয়াসিম বলেন, ‘জিম্বাবুয়ে ছাড়াও বিশ্ব একাদশ-ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দেরও টাকা দেয়া দিয়েছিল পাকিস্তান। আমরা মনে করি, ঐ সময়ে সেটাই ছিলো সঠিক সিদ্ধান্ত। পাকিস্তানে ক্রিকেট ফেরাতে এবং ক্রিকেট বোর্ডের উপর সফরকারী দলের আস্থা ফেরাতে তখন সেটি করা হয়েছিল।’
কিন্তু এখন থেকে কোন সফরকারী দলকে আর কোন টাকা দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওয়াসিম। তিনি বলেন, ‘পাকিস্তানে সফরের জন্য আন্তর্জাতিক খেলোয়াড়দের আর্থিক পুরস্কারের আর কোন দরকার নেই এখন। এখন পাকিস্তান সফরের জন্য আগ্রহী তারা।’
বাসস/এএমটি/১৯১০/স্বব