বাজিস-১০ : নীলফামারীতে চল্লিশদিনের কর্মসৃজন কর্মসূচিতে তিনহাজার ৩৯৩ জনের কর্মসংস্থান

116

বাজিস-১০
নীলফামারী-কর্মসংস্থান
নীলফামারীতে চল্লিশদিনের কর্মসৃজন কর্মসূচিতে তিনহাজার ৩৯৩ জনের কর্মসংস্থান
নীলফামারী, ১৮ অক্টোবর ২০২০ (বাসস): জেলার সদর উপজেলায় চল্লিশদিনের কর্মসৃজন কর্মসূচিতে তিনহাজার ৩৯৩ জন অতি দরিদ্র ব্যক্তি কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তারা প্রতিদিন দু’শটাকা মজুরীতে ৪০ দিন উপজেলার ১৫টি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো সংস্কারের কাজ করবেন।
আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচি উদ্বোধন করেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী আবু তাহের।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, ২০২০-২০২১ অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অতিদরিদ্রদের কর্মসংস্থানে ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচিতে ৯০টি প্রকল্পে তিনহাজার ৩৯৩ জন নারী-পুরুষ কাজ করবেন এবং প্রতিদিন জনপ্রতি ২০০ টাকা মজুরী পাবেন।
বাসস/সংবাদদাতা/১৮৪৪/এমকে