বাজিস-৯ : ফেনীতে বেশি দামে আলু বিক্রি করায় জরিমানা

116

বাজিস-৯
ফেনী- জরিমানা
ফেনীতে বেশি দামে আলু বিক্রি করায় জরিমানা
ফেনী, ১৮ অক্টোবর ২০২০ (বাসস): জেলার ছাগলনাইয়া উপজেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় চারটি প্রতিষ্ঠানকে পাঁচহাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রোববার দুপুরে উপজেলার জমাদ্দার বাজারে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ওই বাজারে অভিযান পরিচালনার সময় দেখা যায়, প্রতিকেজি আলু ৩০ টাকা সরকার নির্ধারিত দামে বিক্রি না করে ৪৫-৫০ টাকা কেজিদরে বিক্রি করছেন ব্যবাসায়ীরা। তাই বেশি দামে আলু বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বাজারের চার খুচরা ব্যবসায়ী- তাজুল ইসলামকে পাঁচশ’ টাকা, আলমগীর হোসেনকে দুইহাজার টাকা, মিয়া সওদাগরকে একহাজার টাকা এবং বাবুল মিয়াকে একহাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮৪৩/এমকে