বাসস দেশ-২০ : মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ

111

বাসস দেশ-২০
সংসদ চত্বর-বৃক্ষরোপণ
মুজিববর্ষ উপলক্ষে সংসদ চত্বরে বৃক্ষরোপণ
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ অব্যাহত রয়েছে।
এক কোটি বৃক্ষরোপণের মাধ্যমে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সংসদ ভবন চত্বরে আজ বৃক্ষের চারারোপণ করেন সংসদ সদস্য মোকাব্বির খান এবং মো. মোসলেম উদ্দিন।
বৃক্ষরোপণ শেষে মোকাব্বির খান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ফলের সরবরাহের পাশাপাশি বৃক্ষ পরিবেশকে বাঁচিয়ে রাখবে। বৃক্ষরোপণ কর্মসূচি একটি সঠিক পদক্ষেপ যা পরবর্তী প্রজন্মকে সুরক্ষিত রাখবে। বঙ্গবন্ধু যেমন জাতির জন্য চিন্তা করতেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতেন, তিনি যেমন আমাদের স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন, সেই উপহারকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে যাতে তাঁর আত্মা শান্তি পায়।
এ সময় মোঃ মোসলেম উদ্দিন বলেন, বাংলাদেশ দুর্বারগতিতে এগিয়ে চলছে। মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংসদ চত্বরে একটি নিম গাছের চারা রোপণ করে তিনি তাঁর গর্বের অনুভূতি ব্যক্ত করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/১৭৪০/কেজিএ