বাসস দেশ-১৯ : দেশে করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু

169

বাসস দেশ-১৯
করোনাভাইরাস-আপডেট
দেশে করোনাভাইরাসে আরও ১৪ জনের মৃত্যু
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২০ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ আরও ১৪ জন মারা গেছেন এবং নতুন করে ১ হাজার ২৭৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ৬৭৪ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ি ফেরায় সুস্থ হওয়াদের সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব কথা জানানো হয়েছে।
এতে জানানো হয় ‘গত ২৪ ঘন্টায় আরও ১৪ জন কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি মারা গেছে। করোনাভাইরাস মহামারিতে মৃত্যের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৬৬০ জনে দাঁড়াল।’
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় আরও ১ হাজার ২৭৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে।
একই সময়ে সারাদেশে সরকার অনুমোদিত ১১০টি ল্যাবরেটরিতে ১১ হাজার ৮৬৬ টি নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৪ শতাংশ এবং মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ।
গত ৮ মার্চ দেশে প্রথম কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর দেখা গেছে এ পর্যন্ত মোট আক্রান্তদের মধ্যে ৭৮ দশমিক ২৩ শতাংশ রোগী সুস্থ হয়েছেন এবং ১ দশমিক ৪৬ শতাংশ রোগী মারা গেছেন।
বাসস/অনুবাদ/এমএএস/১৭৩৫/এএএ