বাসস দেশ-১৫ : ওয়াসার এমডি তাকসিম এ খানের পুনঃনিয়োগ বিষয়ে রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ

107

বাসস দেশ-১৫
হাইকোর্ট-আদেশ
ওয়াসার এমডি তাকসিম এ খানের পুনঃনিয়োগ বিষয়ে রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২০ (বাসস): ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ষষ্ঠ দফায় প্রকৌশলী তাকসিম এ খানের পুনঃনিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রোববার রিট আবেদনটি খারিজ করে দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, তানভীর আহমেদ ও আব্দুলল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল নূর উস সাদিক।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসা বোর্ড সভায় তাকসিম এ খানকে আরও তিন বছরের জন্য এমডি পদে নিয়োগের প্রস্তাব চূড়ান্ত করা হলে তা চ্যালেঞ্জ করে ২৪ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদনটি করেন প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ।
এ বিষয়ে শুনানি হওয়ার আগেই গত ১ অক্টোবর তাকসিমের পুনঃনিয়োগের প্রস্তাব অনুমোদন করে সরকার। এরপর ওই অনুমোদনের বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী।
বাসস/এএসজি/ডিএ/১৫৫৫/-এএএ