কৃষির উন্নয়নে প্রতি ইঞ্চি ভূমি আবাদ করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী

401

সরিষাবাড়ি, (জামালপুর), ১৭ অক্টোবর, ২০২০ (বাসস) : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, স্বল্প আয়তনের এ দেশে কৃষিকে এগিয়ে নিতে প্রতি ইঞ্চি ভূমি আবাদ করতে হবে।
তিনি বলেন, “কৃষি ও কৃষক আমাদের অন্যতম প্রাণ প্রবাহ। এদেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি খাতের অবদান অনস্বীকার্য। পাশাপাশি প্রোটিন এবং আমিষজাত খাবারের চাহিদা পূরণেও এ সেক্টর বিরাট অবদান রাখছে। কৃষকদের ভাগ্যন্নোয়নে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার এ লক্ষ্য পূরণে নিরন্তর কাজ করছে।”
তিনি আজ দুপুরে সরিষাবাড়ি মতিয়ার রহমান রেল স্টেশনের পাশে বিস্তীর্ণ অনাবাদী জমিতে প্রধানমন্ত্রী ঘোষিত ‘এক ইঞ্চি জায়াগাও অনাবাদী থাকবে না’ কর্মসূচির আওতায় আবাদকৃত ভূমিতে উৎপাদিত শাকসবজি বিতরণকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এ কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে অনলাইন কৃষি প্ল্যাটফর্ম তৈরির ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।