বাসস ক্রীড়া-১৮ : চ্যাম্পিয়নশীপ ২০২১ সালে ফিরছে কাউন্টি চ্যাম্পিয়নশীপ

124

বাসস ক্রীড়া-১৮
ক্রিকেট-কাউন্টি চ্যাম্পিয়নশীপ
২০২১ সালে ফিরছে কাউন্টি চ্যাম্পিয়নশীপ
ঢাকা, ১৭ অক্টোবর ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে এ বছর মাঠে গড়াতে পারেনি কাউন্টি চ্যাম্পিয়নশীপ। তবে আগামী বছর গ্রুপ পর্বের ফরম্যাটে অনুষ্ঠিত হবে কাউন্টি চ্যাম্পিয়নশীপ। এমনটাই জানিয়েছে, ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২১ সালে পুরুষদের প্রথম-শ্রেনির মৌসুমের জন্য সংশোধিত কাঠামোতে সম্মত হয়েছে ১৮টি কাউন্টি দল। যা লর্ডসে পাঁচ দিনের বব উইলিস ট্রফির ফাইনালের সাথে শেষ হবে।
২০১৯ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপ ও এ বছরের বব উইলস ট্রফি জয় করা এসেক্স শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামবে।
ছয়টি দলকে নিয়ে তিনটি গ্রুপ করা হবে। গ্রুপ পর্বে ১০ টি ম্যাচ খেলবে প্রতিটি দল।
প্রতিটি গ্রুপে সেরা দুই দল ডিভিশন ওয়ানে খেলবে। অন্যান্য কাউন্টি দলগুলো ডিভিশন দুই ও তিনে নেমে যাবে। এরপর তারা আরও চারটি করে ম্যাচ খেলবে।
ডিভিডশন ওয়ানের জয়ীরা কাউন্টি চ্যাম্পিয়নশীপ জিতবে। ডিভিশন ওয়ানের সেরা দুই দল, বব উইলস ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করবে।
ইসিবির চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর বলেন, ‘লর্ডসে এসেক্সের বব উইলিস ট্রফির ফাইনাল জয়ের তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে কাউন্টিগুলি এই চুক্তিতে পৌঁছতে পারায় আমি আনন্দিত।’
বাসস/এএমটি/১৯৪৬/স্বব