ফেনীতে বেশি দামে আলু বিক্রি করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

631

ফেনী, ১৭ অক্টোবর, ২০২০ (বাসস) : জেলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমান আদালত বাজারে আলুর দাম তদারকিকালে শহরের তাকিয়া বাজারে অভিযান চালালে দেখা যায় পাইকারীতে ৩৮ থেকে ৪০ টাকা দামে আলু বিক্রি করছে ব্যবসায়ীরা।তাই বেশি দামে আলু বিক্রি করায় বাজারের বিসমিল¬াহ বাণিজ্যালয়কে পাঁচহাজার টাকা, মাঈন ট্রেডার্সকে তিনহাজার টাকা, এসবি ট্রেডার্সকে দুইহাজার টাকা ও ইব্রাহিম ট্রেডার্সকে দুইহাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।