বাজিস-৪ : ‘বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন

117

বাজিস-৪
নোয়াখালী-মোড়ক উন্মোচন
‘বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন
নোয়াখালী, ১৭ অক্টোবর ২০২০(বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে আজ ‘বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধু’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী প্রধান অতিথি হিসেবে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সাবেক সংসদ সদস্য ও বৃহত্তর নোয়াখালী জেলার মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত।
আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক ও ‘বৃহত্তর নোয়াখালীতে বঙ্গবন্ধ’ু গ্রন্থের প্রকাশক গোলাম মোস্তফা ভুঁইয়া এবং গ্রন্থের লেখক মোহাম্মদ ফখরুল ইসলাম।
বাসস/সংবাদদাতা/১৮৫০/এমকে