বাজিস-৫ : মেহেরপুর পৌর মেয়র ঝাড়ু হাতে মাঠ পরিস্কার করলেন

218

বাজিস-৫
মেহেরপুর -মেয়র
মেহেরপুর পৌর মেয়র ঝাড়ু হাতে মাঠ পরিস্কার করলেন
মেহেরপুর, ৪ আগস্ট, ২০১৮ (বাসস) : মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন নিজে ঝাড়ু নিয়ে শনিবার সরকারি বালক বিদ্যালয় মাঠ পরিস্কার করেন। মেয়রের মাঠ পরিস্কারের খবর পেয়ে শত শত উৎসুক মানুষ ভিড় করে। এক পর্যায়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরিচ্ছন্ন কাজে অংশ নেয়।
অন্যদের মধ্যে প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, জাফর ইকবালসহ পৌরসভার কর্মচারীরা উপস্থিত ছিলেন
উল্লেখ্য, গত ১৯ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ১০ দিন ব্যাপী বালক বিদ্যালয় মাঠে ব্ক্ষৃমেলার আয়োজন করে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ। মেলা শেষ হওয়ার পর বিদ্যালয় মাঠে কাদা ও নোংরা এবং ছাত্রদের খেলার অনুপযোগী হয়ে পড়ে ।এছাড়া ডায়াবেটিসে আক্রান্ত শহরের নারী পুরুষ সন্ধ্যায় ও ভোরে মাঠটিতে হাঁটাহাঁটি করতেন , তাদেরও সমস্যা দেখা দেয় । মাঠটি আয়োজনকারীদের পক্ষ থেকে পরিস্কার পরিচ্ছন্ন করে দেওয়ার কথা থাকলেও তারা সেটি করে না দেওয়ায় অবশেষে পৌর মেয়র নিজেই পরিস্কারের উদ্যোগ নেন।
বাসস/সংবাদদাতা/১৭২৫/মরপা