বাসস ক্রীড়া-১ : ডি ককের ব্যাটিংএ টানা পঞ্চম জয় মুম্বাইয়ের

146

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-আইপিএল
ডি ককের ব্যাটিংএ টানা পঞ্চম জয় মুম্বাইয়ের
আবু ধাবি, ১৭ অক্টোবর ২০২০ (বাসস) : দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান কুইন্টন ডি ককের ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরে টানা পঞ্চম জয়ের স্বাদ পেলো মুম্বাই ইন্ডিয়ান্স।
গতরাতে আবু ধাবিতে টুর্নামেন্টের ৩২তম ম্যাচে মুম্বাই ৮ উইকেটে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে। এই জয়ে ৮ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো মুম্বাই। সমানসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট দিল্লি ক্যাপিটালসেরও। তবে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে মুম্বাই। সমানসংখ্যাক ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে কলকাতা।
দিনেশ কার্তিক ছেড়ে দেয়ায় মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচের কলকাতার নেতৃত্ব পান ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়োইন মরগান। প্রথম পরীক্ষাতেই টস জিতে ব্যাটিং নেন মরগান।
দলের স্বীকৃত ব্যাটসম্যানরা চরম ব্যর্থতার পরিচয় দেন। ৬১ রানে দলের পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নে যান। তবে নতুন দায়িত্ব পেয়ে ব্যাটসম্যান হিসেবে দলকে বিপদমুক্ত করেন মরগান। তার সাথে লড়াই করেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ষষ্ঠ উইকেটে ৫৬ বলে অবিচ্ছিন্ন ৮৭ রান যোগ করেন তারা। ফলে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রানের সম্মানজনক সংগ্রহ পায় কলকাতা। ৫টি চার ও ২টি ছক্কায় ৩৬ বলে অপরাজিত ৫৩ রান করেন কামিন্স। ২টি করে চার-ছক্কায় ২৯ বলে ৩৯ রান করেন মরগান। মুম্বাইয়ে স্পিনার রাহুল চাহার ১৮ রানে ২ উইকেট নেন।
১৪৯ রানের টার্গেটে দুর্দান্ত সূচনায় পায় মুম্বাই। দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও ডি কক ৬৩ বলে ৯৪ রানের জুটি গড়েন। ৩৬ বলে ৩৫ রান করে থামেন রোহিত। তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ১০ রানের বেশি করতে পারেননি। তবে হার্ডিক পান্ডিয়াকে নিয়ে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন ডি কক। ৪৪ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৮ রান করেন ডি কক। ১১ বলে অপরাজিত ২১ রান করেন পান্ডিয়া।
ম্যাচের সেরা হয়েছেন মুম্বাইয়ের ডি কক।
বাসস/এএমটি/১২৩০/স্বব