যশোরের নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চার যাত্রী নিহত

329

যশোর, ১৬ অক্টোবর ২০২০ (বাসস) : যশোরের অভয়নগর নওয়াপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের সাথে সংঘর্ষে প্রাইভেট কারে থাকা শিশুসহ চারজন নিহত এবং আরো তিনজন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে নওয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে জানান, আজ বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি খুলনার দিকে যাচ্ছিল। ওই সময় নওয়াপাড়ার ব্রিজের কাছে একটি প্রাইভেট কার রেলক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ইঞ্জিনিয়ার হিরক তালুকদার (৩৫), তার বোন শিল্পি (৩০) ও ভাগ্নি রাইসা (৫) ও আশরাফুল ইসলাম (৪০) প্রথমে মারা যান। হিরক তালুকদারের স্ত্রী শাওন (৩৫) ও কন্যা হুমায়রাকে (১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দু’জনকে মৃত অবস্থায় পাই এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজন মারা যায়।