বাসস বিদেশ-১১ : নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যুর পূর্বাভাস

330

বাসস বিদেশ-১১
মার্কিন-মৃত্যু-কোভিড-১৯
নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যুর পূর্বাভাস
ওয়াশিংটন, ১৬ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহস্পতিবার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)-এর এক পূর্বাভাসে বলা হয়েছে, ৭ নভেম্বর অবধি সেখানে কোভিড-১৯-এ ২ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হতে পারে।
নতুন সংগৃহীত জাতীয় পূর্বাভাসটিতে বলা হয়েছে যে ৭ নভেম্বর সপ্তাহের শেষে ৩ হাজার ৪০০ থেকে ৭ হাজার ১০০ টি নতুন কোভিড-১৯ এর মৃত্যু হতে পারে এবং এতে মোট ২ লাখ ২৯ হাজার থেকে ২ লাখ ৪০ হাজার কোভিড -১৯-এ মৃত্যুর খবর প্রকাশিত হবে।
তবে, প্রকল্পটিতে বলা হয়েছে যে, রিপোর্ট হওয়া ভবিষ্যৎ মৃত্যুর প্রবণতা অনিশ্চিত। আবার অন্যান্য রাজ্য ও অঞ্চলগুলোতে স্থিতিশীল থাকারও পূর্বাভাস রয়েছে এতে।
মহামারীর এই কয়েক মাসে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিয়েল-টাইম গণনা অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ৭৯,৬৬,০০০ জনের বেশি কোভিড-১৯-এ আক্রান্তের ও ২১৭,৬০০ জনের বেশি মারা যাওয়ার খবর নিশ্চিত হয়েছে।
বাসস/ অনু- জেজেড/২২০০/-আরজি