বাসস ক্রীড়া-১৪ : প্রধান কোচ হিসেবে দায়িত্ব ছাড়া উচিত ছিলো মিসবাহর : আকিব

121

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-আকিব
প্রধান কোচ হিসেবে দায়িত্ব ছাড়া উচিত ছিলো মিসবাহর : আকিব
করাচি, ১৬ অক্টোবর, ২০২০ (বাসস) : জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নয়, প্রধান কোচ হিসেবে মিসবাহ-উল-হকের দায়িত্ব থেকে সড়ে যাওয়া উচিত ছিলো বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। তিনি মনে করেন, কোচ হিসেবে মিসবাহ ভবিষ্যত উজ্জল নয়।
২০১৯ সালে ইংল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার কারনে তৎকালীন প্রধান কোচ মিকি আর্থারকে সরিয়ে প্রধান কোচ হিসেবে মিসবাহকে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিছুদিন বাদে প্রধান কোচের পাশাপাশি প্রধান নির্বাচকের দায়িত্বও তুলে দেয়া হয় মিসবাহর উপর। তাই জাতীয় দলের প্রধান দু’টি পদের দায়িত্বে ছিলেন মিসবাহ।
পাকিস্তানের দলের কোচ ও প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মিসবাহ। ১৩ মাস পর সদ্যই দলের প্রধান নির্বাচকের পদ থেকে সড়ে দাঁড়ালেন তিনি।
কিন্তু মিসবাহর উচিত ছিলো প্রধান কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানো বলে মনে করেন পাকিস্তানের হয়ে ২২টি টেস্ট ও ১৬৩টি ওয়ানডে খেলা আকিব।
তিনি বলেন, ‘মিসবাহকে প্রধান কোচ হিসেবে রাখা বড় ভুল। মিসবাহ প্রধান নির্বাচক হিসেবেই উপযুক্ত ছিলেন। কোচ হিসেবে তার ভবিষ্যত মোটেও ভালো নয়। অতীতে, কোচ হিসেবে ভালো করতে পারেননি তিনি। তার অধীনে আমাদের দলের ভালো কিছু করার সামর্থ্য নেই।’
আকিব আরও বলেন, ‘মিসবাহকে দু’টি ভূমিকায় দিয়ে বড় ভুল করে পিসিবি। এখন প্রধান নির্বাচক হিসেবে না রেখে কোচ হিসেবে বহাল রেখে, দ্বিতীয় ভুল করলো। তরুণদের প্রতিভার ব্যাপারে সচেতন ও পারদর্শী তিনি। খেলা ও পারফরমেন্স দেখে নতুন প্রতিভা খুঁজে বের করতে সক্ষম ছিলেন মিসবাহ।’
কোচ হিসেবে মিসবাহর কোন অভিজ্ঞতা নেই। তারপরও তাকে নিয়োগ দেয়াটা ভুল ছিলো বলে মনে করেন দেশের হয়ে ৫৪টি টেস্ট ও ১৮২টি ওয়ানডে উইকেট শিকার করা আকিব, ‘একজন কোচের অনেক অভিজ্ঞতা থাকে। কিন্তু মিসবাহর কোচ হিসেবে কোন অভিজ্ঞতাই নেই। কোচিং ক্যারিয়ার সর্ম্পকে সে এখনো অবগত নয়। তিন-চার বছর হলে, সে এ বিষয়ে অভিজ্ঞ হতো। কিন্তু অভিজ্ঞতা না থাকার পর জাতীয় দলের মত এত বড় পদ, দলের জন্যই ক্ষতিকর। বিশ্বে কোন দেশই অনভিজ্ঞ কাউকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়না।’
বাসস/এএমটি/১৮৫৫/-স্বব