বাসস ক্রীড়া-৯ : জৈব-সুরক্ষা বলয় ভেঙ্গেছেন পকিস্তানের ক্রিকেটাররা

103

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-পাকিস্তান
জৈব-সুরক্ষা বলয় ভেঙ্গেছেন পকিস্তানের ক্রিকেটাররা
করাচি, ১৬ অক্টোবর, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের প্রকোপ এখন চলমান। এরমধ্যে পাকিস্তানে চলছে ঘরোয়া ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ। চলমান আসরে পাকিস্তানের বেশ কিছু খেলোয়াড় জৈব সুরক্ষা বলয় নিয়ম লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে।
পাকিস্তানের সংবাদ মাধ্যমকে তা নিশ্চিত করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা। পিসিবির ঐ কর্মকর্তা বলেন, ‘আমি আপনাকে নিশ্চিত করছি যে, বেশ কয়েকজন ক্রিকেটার জৈব সুরক্ষা বলয় নিয়ম লঙ্ঘন করেছেন। পিসিবি বিষয়টি তদন্ত করছে। এ নিয়ে শুক্রবার একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হবে। ক্রিকেটারদের কাছ এমনটা আশা করেনি পিসিবি।’
পিসিবি অধীনে চলছে ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ। করোনার কারনে মাঠের ক্রিকেটের উপর স্বাস্থ্যবিধি নিয়ে কড়া প্রোটোকল বিশ্ব জুড়েই বলবৎ আছে। জৈব সুরক্ষা বলয় মেনেই মাঠে খেলতে হবে, এটি হলো এখনাকার ক্রিকেটের প্রথম ও একমাত্র শর্ত।
তাই বিশ্বজুড়ে কোন দেশ সিরিজ খেলতে সফরে গেলে, ১৪ দিনের কোয়ারেন্টাইনের সাথে জৈব-সুরক্ষা বলয়ের শর্তও জুড়ে দেয়া হয়। এই কোয়ারেন্টাইন ইস্যুতে বাংলাদেশের শ্রীলংকা সফর আপতত বাতিল হয়েছে।
বাসস/এএমটি/১৭৫৫/স্বব