বাসস ক্রীড়া-৮ : ফিক্সিংয়ের থাবা পাকিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টিতে

109

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-পাকিস্তান
ফিক্সিংয়ের থাবা পাকিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টিতে
করাচি, ১৬ অক্টোবর ২০২০ (বাসস) : পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটেও থাবা পড়েছে ম্যাচ ফিক্সিংয়ের। দেশটিতে চলমান ঘরোয়া টি-২০ লীগে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন এক ক্রিকেটার।
ফিক্সিং প্রস্তাব পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন ঐ ক্রিকেটার। ঐ ক্রিকেটারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট (এসিইউ)। তবে সবকিছু গোপন রেখে তদন্ত করতে চাইছে এসিইউ।
এ ব্যাপারে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি। অভিযোগ করা ক্রিকেটার ও দলের নাম প্রকাশ করেনি তারা। এসিইউ ছাড়াও এই ফিক্সিংএর তদন্ত করছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেটিং এজেন্সি (এফআইএ)।
বিবৃতিতে পিসিবি জানায়, ‘রিপোর্ট অনুযায়ী পিসিবির দুর্নীতি বিরোধী ইউনিট তাদের নিজস্ব তদন্ত করেছে। কিছু তথ্য পাওয়া গেছে এবং সেগুলো এফআইএ-এর কাছে পাঠানো হয়েছে। এ জাতীয় বিষয়ে তদন্ত করার জন্য দক্ষতা, সামর্থ্য এবং ক্ষমতা প্রয়োজন।’
করোনার কারনে দীর্ঘদিন বিরতির পর ঘরোয়া ন্যাশনাল টি-টুয়েন্টি কাপ দিয়ে আবারো পাকিস্তানের মাটিতে ক্রিকেট ফিরে আসে।
বাসস/এএমটি/১৭৫০/স্বব