চুপো-মটিংয়ের দক্ষতায় জার্মান কাপে বায়ার্নের জয়

431

মিউনিখ, ১৫ অক্টোবর ২০২০ (বাসস/এএফপি): বায়ার্ন মিউনিখে অভিষেক ম্যাচেই সবার দৃস্টি আকৃষ্ট করেছেন এরিক ম্যাক্সিম চুপো-মিটিং। বৃহস্পতিবার অনুষ্ঠিত জার্মান কাপের প্রথম রাউন্ডের ম্যাচে পঞ্চম বিভাগের ক্লাব ডুরেনের বিপক্ষে ৩-০ গোলে জয়লাভ করেছে বুন্দেসলীগা চ্যাম্পিয়নরা। ম্যাচে চুপো- মটিং করেছেন দুই গোল।
ক্যামেরুনের এই স্ট্রাইকার রবার্ট লিওয়ান্দোস্কির পরিপুরক হিসেবে প্যারিস সেন্ট জার্মেই থেকে চুক্তিবদ্ধ হয়েছেন বায়ার্নে। দলের হয়ে ২৪ ও ৭৫তম মিনিটে গোল দুটি করেন তিনি।
সফলতম ওই বিকেলে ৩১ বছর বয়সি এই ফুটবলার দলকে পেনাল্টিও পাইয়ে দিয়েছিলেন। ৩৬তম মিনিটে ওই পেনাল্টি থেকে গোল করেন সতীর্থ থমাস মুলার। আন্তর্জাতিক দায়িত্ব পালনের জন্য নিজ নিজ দেশে যাবার কারণে ওই ম্যাচে প্রথম পছন্দের প্রায় সব খেলোয়াড়দেরকেই বিশ্রামে রেখেছিলেন বায়ার্নের কোচ হ্যান্সি ফ্লিক।
বায়ার্নের আলিয়াঞ্জ এ্যারেনায় রুদ্ধদ্বার ম্যাচে হোম সুবিধা দেয়া হয়েছিল ডুরেনকেই।