ফ্রান্সে ২৪ ঘণ্টায় ৩০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত : স্বাস্থ্য কর্তৃপক্ষ

307

প্যারিস, ১৬ অক্টোবর, ২০২০ (বাসস ডেস্ক): ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে পজিটিভ হয়েছে এমন মানুষের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এই প্রথমবারের মতো এক দিনে এতো সংখ্যক লোক এ ভাইরাসে আক্রান্ত হলো। বৃহস্পতিবার সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
ফান্সের সরকারি স্বাস্থ্য সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৬২১ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে। প্রাত্যহিক হিসেবে এটি একটি নতুন রেকর্ড।
সংস্থা জানায়, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮৮ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে মহামারির শুরু থেকে ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১২৫ জনে দাঁড়ালো।