হাইমচরে মা ইলিশ ধরার অপরাধে ২ জেলের কারাদন্ড

238

চাঁদপুর, ১৬ অক্টোবর, ২০২০ (বাসস) : জেলার হাইমচরে মা ইলিশ ধরার অপরাধে বৃহস্পতিবার রাতে আটক ২ জেলেকে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গত রাতে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগান চাকমা এ সাজা প্রদান করেন। সাজা প্রাপ্তরা – নীলকমল ইউনিয়নের নাসির লস্করের ছেলে মোঃ মানিক লস্কর (২২) ও আলাউদ্দিন উকিলের ছেলে মোঃ সাইফুল (২২)।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়, মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান চালিয়ে রাতে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ওই দুই জেলেকে আটক করা হয়। পরে রাতেই জব্দ জালগুলো পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিগান চাকমার নেতৃত্বে অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও কোর্স্টগাড, নৌ-পুলিশের সদস্যরা।