থিয়াগোকে লিভারপুলে আনার কারণে ক্লাপ পদক পাবার দাবীদার : মারফি

124

লন্ডন, ১৫ অক্টোবর ২০২০ (বাসস): লিভারপুলের সাবেক মিডফিল্ডার ড্যানি মারফি মনে করেন গ্রীষ্মকালীন দলবদলে রেডদের বড় অর্জন হচ্ছে থিয়াগো আলকানতারাকে দলভুক্ত করানো। ওই স্প্যানিশ তারকাকে ‘নিখাদ ইস্পাত’ হিসেবে অভিহিত করেছেন মারফি।
২৯ বছর বয়সি এ তারকাকে বায়ার্ন মিউনিখ থেকে দলভুক্ত করার কৃতিত্ব হিসেবে লিভারপুলের কোচ জার্গেন ক্লপ পদক পাবার দাবীদার বলেও মন্তব্য করেছেন এক সময় এ্যানফিল্ডে রোমঞ্চ ছড়ানো সাবেক স্প্যানিশ আন্তর্জাতিক মিডফিল্ডার মারফি। মাত্র ২০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে থিয়াগোকে চুক্তিবদ্ধ করেছে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা।
জার্মান জায়ান্ট ক্লাব ছেড়ে যাবার আগে ২০১৯-২০ মৌসুমে প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগসহ ট্রেবল শিরোপা জয়ের স্বাদ নিয়ে এসেছেন থিয়াগো। চুক্তির চুড়ান্ত বছরে পৌছানোর কারণেই বায়ার্ন অনিচ্ছা সত্বেও এই প্লে মেকারকে ইংল্যান্ড যাবার অনুমতি দিয়েছে। এতে বায়ার্নের ক্ষতি হলেও লাভ হয়েছে লিভারপুলের।
মারফি বলেন,‘ আমার মতে থিয়াগো হচ্ছে লিভারপুলের অসাধারন এক সংযোজন। কারন ইউরোপে তিনিই একমাত্র খেলোয়াড় যিনি লিভারপুলের মধ্য মাঠের উন্নতি ঘটাতে পারবেন। তার বয়স ২৯ বছর হলেও আরো অন্তত তিন থেকে চার বছর তিনি লিভারপুলকে সার্ভিস দিতে পারবেন।’