বাসস বিদেশ-৫ : বাইডেনের সমালোচনা করা আর্টিকেল ব্লক করায় ফেসবুক, টুইটারের তীব্র সমালোচনা ট্রাম্পের

93

বাসস বিদেশ-৫
ট্রাম্প- ফেসবুক- টুইটার
বাইডেনের সমালোচনা করা আর্টিকেল ব্লক করায় ফেসবুক, টুইটারের তীব্র সমালোচনা ট্রাম্পের
ওয়াশিংটন, ১৫ অক্টোবর , ২০২০ (বাসস ডেস্ক) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইডেনের সমালোচনা করা হয়েছে নিউইয়র্ক টাইমস এর এমন একটি আর্টিকেল ব্লক করে দেয়ায় ফেসবুক ও টুইটারের তীব্র সমালোচনা করেছেন। ওই আর্টিকেলে ইউক্রেনে একটি দুর্নীতির সঙ্গে নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের সম্পৃক্ততার কথা বলা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমস বলছে, তারা হান্টার বাইডেনের পরিত্যাক্ত একটি কম্পিউটার পেয়েছে যেখানে ইউক্রেনে ব্যবসা সংক্রান্ত বিষয়ে তার পিতার জড়িত থাকার বিষয়টি রয়েছে।
সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন বারবারই এ ধরণের কোন বিষয়ে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন।
ফেসবুক ও টুইটার আর্টিকেলের লিংক ব্লক করার বিষয়ে বলেছে, এর সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ফেসবুক মুখপাত্র এন্ডি স্টোন বলেছেন, ভুল তথ্যের প্রচার রোধে এটি আমাদের একটি মানসম্মত প্রক্রিয়া।
টুইটার বলছে, আর্টিকেলের তথ্যেও উৎস নিয়ে প্রশ্ন থাকায় আমরা এটির প্রচার সীমিত করেছি।
এতে ক্ষুব্ধ রিপাবলিকানরা একে পক্ষপাতদুষ্ট বলে ক্ষোভ প্রকাশ করেছে।
বুধবার ট্রাম্পও ফেসবুক ও টুইটারের সমালোচনা করে টুইট করেছেন।
তিনি বলেছেন, এটি তাদের জন্য কেবল শুরু। একজন দুর্নীতিবাজ রাজনীতিবিদের চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না।
এছাড়া আইওয়ায় সমাবেশে ট্রাম্প জানিয়েছেন, তার প্রেস সেক্রেটারি কেইলেহ ম্যাকএনি টুইটারে আর্টিকেল শেয়ার করায় তার একাউন্ট ব্লক করে দেয়া হয়েছে। কারণ তিনি সত্য বলেছেন।
এদিকে নিউইয়র্ক টাইমস বলছে, হান্টার বাইডেন ২০১৯ সালে দেলওয়ারের একটি কম্পিউটার সারানোর দোকানে তার কম্পিউটারটি ফেলে আসেন।
বাসস/জুনা/১৭৪৫/জেহক