বাসস ক্রীড়া-১০ : নিজেকে সেরা মানতে রাজি নন নাদাল

97

বাসস ক্রীড়া-১০
টেনিস-নাদাল
নিজেকে সেরা মানতে রাজি নন নাদাল
স্পেন, ১৫ অক্টোবর ২০২০ (বাসস) : এ সপ্তাহেই পুরুষ এককে ফ্রেঞ্চ ওপেন টেনিসের শিরোপা জিতেছেন স্পেনের রাফায়েল নাদাল। ফলে সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সুইজারল্যান্ডের রজার ফেদেরারকে স্পর্শ করলেন নাদাল। আর রেকর্ড ১৩টি ফরাসি ওপেনের শিরোপা জিতেছেন তিনি। ফলে এখনই নাদালকে সেরা বলছেন বর্তমান ও সাবেক টেনিস তারকারা।
গ্রেট ব্রিটেনের এন্ডি মারে বলেন, ‘নাদালের এই কৃতিত্ব অন্যতম সেরা। আমার মনে হয় না, এই রেকর্ড কেউ কোনও দিন ভাঙতে পারবে।’
কিন্তু মারের এই বক্তব্যের সাথে মোটেও একমত নন নাদাল। নিজেকের এখনই সেরা মানতে চান না তিনি।
স্পেনের সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নাদাল বলেন, ‘টেনিসের ইতিহাস যাঁরা জানেন, তারা পরিসংখ্যান বিচার করবেন। তবে আমি পরিসংখ্যান নিয়ে ভাবি না। আমার খেলোয়াড়ী জীবন নিয়ে আমি খুশি। এটা ঠিক, এই মূহুর্তে সেরা দু’জন খেলোয়াড়ের মধ্যে আমি আছি। তবে ভবিষ্যতে এমন হিসাব পাল্টে যেতে পারে। নোভাক জকোভিচ আরও অনেক দূর যাবে, ফেদেরার কোর্টে ফিরে আসলে, সেও সাফল্যের জন্য মরিয়া হয়ে উঠবে। খেলোয়াড়ী জীবন শেষ হবার পরে সব তথ্য বিশ্লেষণ করে, বিচার করা যাবে আসলে কে সেরা।’
ফরাসি ওপেনে সার্বিয়ার শীর্ষ বাছাই নোভাক জকোভিচকে হারিয়ে শিরোপা জিতেন নাদাল। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়াড়ে ভেসেছেন নাদাল। নাদালকে অভিনন্দন জানিয়েছেন ফেদেরারও। এ বিষয়ে নাদাল বলেন, ‘আমার সাথে ফেদেরারের খুব ভাল সম্পর্ক। বহু বছর ধরেই আমরা একে অপরকে চিনি। একে অপরকে সম্মান করি। খেলোয়াড়ী জীবনের বহু গুরুত্বপূর্ণ সময় আমরা ভাগ করে নিয়েছি। আমাদের মধ্যে বিশেষ রকম প্রতিন্দ্বন্দিতা রয়েছে। তাই ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেদেরার রেকর্ড স্পর্শ করার গুরুত্ব আমার কাছে খুব বেশি।’
বাসস/এএমটি/১৭০০/স্বব