বাসস ক্রীড়া-৮ : রাজস্থানকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি

94

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-আইপিএল
রাজস্থানকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
দুবাই, ১৫ অক্টোবর ২০২০ (বাসস) : রাজস্থান রয়্যালসকে হারিয়ে এককভাবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো দিল্লি ক্যাপিটালস।
গতরাতে টুর্নামেন্টের ৩০তম ম্যাচে দিল্লি ১৩ রানে হারিয়েছে রাজস্থানকে। এই জয়ে ৮ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে দিল্লি। সমানসংখ্যাক ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রাজস্থান।
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় দিল্লি। ওপেনার পৃথ্বী শ’কে খালি হাতে ফেরান রাজস্থানে ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। ২ রানের বেশি করতে পারেননি তিন নম্বরে নামা আজিঙ্কা রাহানেও।
তবে আরেক ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬১ রানের লড়াকু সংগ্রহ পায় দিল্লি। ৩৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ধাওয়ান ৫৭ এবং আইয়ার ৩টি চার ও ২টি ছক্কায় ৪৩ বলে ৫৩ রান করেন। রাজস্থানের আর্চার ১৯ রানে ৩ উইকেট নেন।
জবাবে রাজস্থানের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দলের জন্য প্রয়োজন মেটাতে পারেননি তারা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করতে পারে রাজস্থান। ওপেনার হিসেবে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৪১ রান করেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৩২ রান করেন রবিন উথাপ্পা।
৩৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন দিল্লি দক্ষিণ আফ্রিকান পেসার এনরিচ নর্টি।
বাসস/এএমটি/১৬৫০/স্বব