বাসস দেশ-৫ : ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি : পিরোজপুরের এক ব্যক্তির সাত বছরের কারাদন্ড

119

বাসস দেশ-৫
ইসলাম-কটূক্তি-রায়
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি : পিরোজপুরের এক ব্যক্তির সাত বছরের কারাদন্ড
ঢাকা, ১৫ অক্টোবর, ২০২০ (বাসস) : ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির মামলায় পিরোজপুরে এক ব্যক্তিকে সাত বছরের কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন রায় ঘোষণা করেন।
কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সুজন দে।
রায় ঘোষণার সময় সুজন দে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামি সুজন দের বাড়ি পিরোজপুর জেলায়। তিনি টেইলারের দোকানে দর্জির কাজ করতেন। ২০১৭ সালের ২০মে আসামি তার ফেইসবুক আইডিতে রাসূল (সা:) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছিলেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
ওই ঘটনায় রাঙ্গামাটির জেলার লংগদু থানার পুলিশের উপ-পরিদর্শক সালাউদ্দিন সেলিম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
২০১৭ সালের ৩০ আগস্ট সুজন দের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশ। ওই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। মামলায় ৭ জনের সাক্ষ্য গ্রহণ ও আলামত বিশ্লেষন শেষে আজ এ রায় ঘোষনা করা হয়।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৩০০/-আসাচৌ