বাসস দেশ-২৯ : চট্টগ্রামে নব্য জেএমবির ৬ সদস্য গ্রেফতার

97

বাসস দেশ-২৯
জেএমবি-গ্রেফতার
চট্টগ্রামে নব্য জেএমবির ৬ সদস্য গ্রেফতার
চট্টগ্রাম, ১৪ অক্টোবর, ২০২০ (বাসস) : গত বছরের ২৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় আরও ৬ নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম।
এনিয়ে এ হামলার সাথে জড়িত থাকার দায়ে আগের ৪ জনসহ মোট ১০ জন জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের জঙ্গি দমনকারী এ ইউনিটটি। আগের চারজনের পাশাপাশি নতুন গ্রেফতার ৬ জনের বাড়িও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।
বুধবার সকালে লোহাগাড়ার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) এর কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বক্সে জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে তারা।
আটক নব্য জেএমবির সদস্যরা হলো, মহিদুল আলম (২৪), জহির উদ্দিন (২৮), মাঈন উদ্দিন (২০), আবু সাদেক (১৯), রহমত উল্লাহ ওরফে আকিব (২৪) ও আলাউদ্দিন (২৩)। তাদের সবার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে।
এর আগে গত মে মাসে এ ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা হাদুরপাড়া এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে মো. সাইফুল্লাহ (২৪), দক্ষিণ মারফলা এলাকার মনির আহমদের ছেলে মো. এমরান (২৫) ও উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মহরম আলীর ছেলে মো. আবু সালেহকে (২৫) গ্রেফতার করেছিল কাউন্টার টেরোরিজম।
ওই সময়ে কাউন্টার টেররিজমের কর্মকর্তারা জানিয়েছিলেন, গ্রেফতার নব্য জেএমবির সদস্যরা ইউটিউবে রাজ্জাক নামে একজনের বক্তব্য শুনে জঙ্গিবাদে অনুপ্রাণিত হয়। একই নিয়মে নামাজ পড়ার সময় তারা নিজেদের একই মতাদর্শ সেটা জানতে পারেন। পরে তারা এক এক করে সংঘবদ্ধ হয়।
এদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। পুলিশ বক্সে হামলার ঘটনায় হামলার সঙ্গে সরাসরি ৭ জনের জড়িত থাকার তথ্য পায় তদন্ত সংস্থা। তবে তাদের গ্রুপে ১২ জন সদস্য অন্তর্ভুক্ত বলেও জানা গেছে। ইতোমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তারা আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হামলার বিস্তারিত জানিয়েছিলেন।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি ২ চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে পুলিশ বক্সে রিমোট কন্ট্রোল বোমা হামলায় সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ ৫ জন আহত হন।
বাসস/জিই/কেএস/কেসি/১৮৪০/কেজিএ