বাসস দেশ-২৬ : পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত

96

বাসস দেশ-২৬
আখেরী- সোম্বা- দোয়া
পবিত্র আখেরী চাহার সোম্বা পালিত
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২০ (বাসস) : মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর দীর্ঘ অসুস্থতা থেকে মুক্তিলাভ উপলক্ষে বুধবার দেশব্যাপী মুসলিম উম্মাহর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পবিত্র আখেরি চাহার সোম্বা পালন করা হয়েছে।
পবিত্র আখেরী চাহার সোম্বা ১৪৪২ হিজরী উদযাপন উপলক্ষে আজ বুধবার বাদ জোহর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসার অধ্যক্ষ শাইখুল হাদীস আল্লামা ইয়াহইয়া মাহমুদ।
সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শাইখুল হাদীস আল্লামা ইয়াহইয়া মাহমুদ।
এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মো: আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক আলমগীর হায়দার, আনিসুর রহমানসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
বাসস/ সবি/টিআইটি/অনু-এমএন/১৮৩০/আরজি