বাজিস-১১ : ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা

114

বাজিস-১১
ফেনী-জরিমানা
ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনী, ১৪ অক্টোবর, ২০২০ (বাসস): জেলা সদরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার বেলা ১২টার দিকে ধর্মপুর ইউনিয়নের আমিনবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা এ অভিযান পরিচালনা করেন।
সোহেল চাকমা জানান, অভিযানকালে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও মোড়কে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে না থাকায় বাজারের পুষ্টিমেলা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির ১৫ হাজার জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রির দায়ে রাফি স্টোরকে দুইহাজার টাকা জরিমানা এবং কোমল পানীয়গুলো ধ্বংস করা হয়।
অভিযানকালে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুর রহমানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৮৩০/-এমকে